Khoborerchokh logo

ময়মনসিংহের গৌরীপুরে মসজিদে আযানরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু । 386 0

Khoborerchokh logo

ময়মনসিংহের গৌরীপুরে মসজিদে আযানরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু ।

কামাল হোসেন:
ময়মনসিংহের গৌরীপুরে আজান দেয়ারত অবস্থায় আব্দুল কুদ্দুছ (৬৫) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খান্দার আগপাড়া জামের মসজিদে এ ঘটনাটি ঘটে বলে এলাকাবাসী জানায়।ঐ মসজিদের মুয়াজ্জিন জীবিত নেই,তিনি মৃত্যুবরণ করেছেন বিষয়টি নিশ্চিত করেছেন আগপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মো.শাফায়েত হোসাইন।তিনি বলেন, এশার নামাজের পর পারিবারিক কবরস্থানে মুয়াজ্জিনকে দাফন করা হয়েছে।প্রত্যক্ষদর্শী মো.সবুজ মিয়া জানান,মাইকে দুইবার আল্লাহু আকবর ধ্বনি শোনার পর আর কোনো আওয়াজ শুনতে পাননি।তিনি দৌড়ে গিয়ে দেখতে পান মসজিদের মেঝেতে মুয়াজ্জিন পড়ে আছেন।মুসল্লিরা দ্রুত ভেতরে গিয়ে দেখেন তিনি আর বেঁচে নেই।তিনি আরও বলেন,জোহর নামাজের জন্য আযান দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন মুয়াজ্জিন আব্দুল কদ্দুছ।তিনি এই মসজিদে দেড় যুগ ধরে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন।আব্দুল কুদ্দুছ খান্দার গ্রামের মৃত সদর আলীর ছেলে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com